• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বড় ভাইকে  হত্যা, ছোট ভাইয়ের যাবজ্জীবন

প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:২০
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বড় ভাইকে কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাই ফিরোজ জামালকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এ আদেশ দেন।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) মো. আমিনুর রহমান জানান, পঞ্চগড় শহরের ইসলামবাগ এলাকায় সারাফত আলীর ১৭ শতক জমি রয়েছে। ওই জমিতে তার বড় (পঞ্চম) ছেলে রবিউল ইসলাম বসবাস করতেন। সপ্তম ছেলে ফিরোজ জামাল সেখান থেকে সাত শতক নিজের নামে লিখে দিতে বাবাকে চাপ দেন। বড়ভাই রবিউল ইসলামসহ অন্যান্য ভাইয়েরা তাতে বাধা দেন। এতে ফিরোজ জামাল বড় ভাই রবিউল ইসলামের ওপর ক্ষিপ্ত ছিলেন। ওই বছরের ৬ এপ্রিল রাতে রবিউল ইসলাম শহরের বাড়ি থেকে গ্রামের বাড়িতে বেড়াতে যান।

এ সময় রবিউল ইসলামকে তার মা ঘরের বারান্দার টেবিলে ভাত খেতে দেন। খাওয়ার সময় ছোট ভাই ফিরোজ জামাল পেছন থেকে একটি ধারালো দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে পরিবারের অন্যান্য সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের ছোটভাই রেজাউল করিম বাদী হয়ে ফিরোজ জামালের বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় মামলা করেন।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও তেঁতুলিয়া থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান গত বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

মো. আমিনুর রহমান জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

হত্যা,যাবজ্জীবন,পঞ্চগড়

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close